কোপ্পাল (কর্ণাটক), ২৬ এপ্রিল (হি.স.): কর্ণাটকের কোপ্পাল জেলায় ৬৩ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী অটোরিক্সার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন| মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন| তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে|
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ৬৩ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী অটোরিক্সা ও ট্রাকের| খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ| স্থানীয়দের সহায়তায় প্রত্যেককে হাসপাতালে পাঠানো হয়| পরে হাসপাতালের চিকিত্সকরা ১১ জনকে মৃত ঘোষণা করেন| আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও পাঁচ জন| দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক|
2016-04-26

