নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ রাজ্যে ওবিসি সংরক্ষন চালুর দাবীতে দিল্লী অভিযান করবে ওবিসি যৌথ
আন্দোলন মঞ্চ৷ এর আগে আগামী জুলাই মাসে আগরতলায় একটি কেন্দ্রীয় মিছিল ও জমায়েতে ডাক দিয়েছে ওবিসি যৌথ আন্দোলন মঞ্চ৷ ওবিসি যৌথ আন্দোলন মঞ্চের জয়েন্ট কোডির্নেটে সুব্রত ভৌমিক এই সংবাদ জানাই৷ উল্লেখ্য, এদিন ওবিসি সংরক্ষণ সহ ১০দফা দাবীর ভিত্তিতে সংঘটনটি একটি হল সভার আয়োজন করে৷ আগারতলার সখীচরন বিদ্যানিকেতনে অনুষ্ঠিত এই হল সভায় ওবিসি যৌথ আন্দোলন মঞ্চের প্রায় একশজন প্রতিনিধি যোগ দেন বলে জানা গেছে৷
2016-04-25

