ন্যাটো সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নিতে আমেরিকা পৌঁছল ভারতীয় বিমানবাহিনী

ওয়াশিংটন,২৪ এপ্রিল (হি.স.) : ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নিতে  আমেরিকা পৌঁছল ভারতীয় বিমানবাহিনী ।  আগামী ২৮ এপ্রিল শুরু হতে চলা এই মহড়ায় অংশ  নিতে রবিবার আলাস্কার এলসন এয়ারফোর্স বেসে পৌঁছয় সেগুলি পৌঁছয় রাশিয়ান Su30 MKI বিমান সহ মোট ১২টি এয়ারক্রাফট। চারটি সুখোই, চারটি জাগুয়া, দুটি C17 ট্রান্সপোর্ট বিমান ও মাঝ আকাশে জ্বালানী ভরার জন্য IL 78 দুটি বিমানও রয়েছে এই বাহিনীতে । ১৩ মে পর্যন্ত চলবে এই মহড়া। বিমানবাহিনীর কঠিনতম পরীক্ষা চলবে এই মহড়ায়। এই নিয়ে দ্বিতীয়বার এই মহড়ায় সামিল হল ভারত। এর আগে ২০০৮-এও রেড ফ্ল্যাগে যোগ দিয়েছিল IAF.  প্রচুর খরচ হওয়ার জন্য প্রতি পাঁচ বছরে একবার এই মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের প্রায় ১০০কোটি খরচ হচ্ছে এই খাতে। বিমানবাহিনীর ১৫০ জন সদস্য থাকবেন এখানে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *