ঘিলাতলীতে এক রাতে পাঁচ দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ কল্যাণপুর থানাধীন পশ্চিম ঘিলাতলীর দানছড়া বাজারে একই রাতে পর পর thief_by_beachrain-d47s4sbপাঁচটি দোকানে দুঃসাহরিক চুরির ঘটনা ঘটেছে৷  নগদ টাকা পয়সা  সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷  পুলিশ ঘটনার তদন্ত করলেও কাউকে আটক করতে পারেনি৷ এলাকাবাসীর অভিযোগ,  দানছড়া বাজারে প্রতিনিয়তই মদ ও জুয়ার আসর বসে৷ সন্দেহের চোখে রয়েছে এই চক্রটিও৷ চক্রটির কাছ থেকে পুলিশ নিয়মিত মাসোয়ারা সংগ্রহ করছে৷ সে কারণেই কুম্ভকর্ণের  নিদ্রায় নিদ্রিত পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *