এলপি গ্যাস প্লান্ট স্থাপনে বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি

india bangladeshনিখিল চন্দ্র ভদ্র
ঢাকা, ১৮ এপ্রিল: বাংলাদেশ-ভারতের যৌথ বি‌নিয়োগে এল‌পি গ্যাস প্লান্ট স্থাপনের জন্য দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রাজধানীর হোটেল র‌্যাডিসনে সোমবার দুপুরে উভয় দেশের প্রতিমন্ত্রীদের বৈঠক শেষে বাংলাদেশ পেট্রো‌লিয়াম করপোরেশন (বি‌পি‌সি) ও ভারতীয় রাষ্ট্রীয় প্র‌তিষ্ঠান ন্যাশনাল অয়েল কোম্পা‌নির মধ্যে এল‌পি‌জি প্লান্ট স্থাপনে এ সমঝোতা স্মারকে সই হয়।
দু’দেশের জ্বালা‌নি প্র‌তিমন্ত্রীর মধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হা‌মিদ এবং ভারতের প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্র‌তিমন্ত্রী (ই‌ন্ডিপেন্ডেন্ট চা‌র্জ) ধর্মেন্দ্র প্রধান।
এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ বি‌নিয়োগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতায় সই করে উভয় দেশ।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা থেকে ৭০ (সত্তর) মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। এবিষয়ে ভারতের প্রতিমন্ত্রী বলেছেন, দেশে গিয়ে আলোচনা করে জানাবেন।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ভারত এই এলপিজি প্লান্ট থেকে তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহের প্রস্তাব দিয়েছে।
সংবাদ সম্মেলনে ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে, এরই মধ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই। তিনি বলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দু’জনেই সহযোগিতার ক্ষেত্রে উদার।