অল্টো কার ঠুকে দিল পুলিশের ট্রাক, ভিলেন মদ্যপ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানার ওয়ানটনার গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি মারুতী অল্টো গাড়ি৷ পুলিশ গাড়ির চালকের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ vlcsnap-2016-04-17-12h13m13s50তেলিয়ামুড়া থানার ওয়ানটনার গাড়ির চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মারুতী অল্টো গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ চালক গাড়িটি দাঁড় করিয়ে একটি ওষুধ ক্রয় করতে ওষুধের দোকানে গিয়েছিলেন৷ গাড়িটি আমবাসা থেকে মান্দাই আসছিল৷ স্থানীয় জনগণ পুলিশ গাড়িটি আটক করেছেন৷ পুলিশ গাড়ির চালক মদমত্ত ছিল বলে জনগণ জানিয়েছেন৷ মারুতী অল্টো গাড়িটিতে লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি৷ অল্পেতে রক্ষা মিলেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি দুটি  আটক করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *