পানীয় জলের জন্য হাহাকার তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার

=গয়াচন্দ্র সূত্রধব=তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় তীব্র জল সংকট দেখা দিয়েছে৷ কালীটিলা এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে রবিবার তেলিয়ামুড়া অম্পি সড়ক অবরোধ করেন৷ তেলিয়ামুড়া পুর পরিষদের ১৩ এবং ১৪ নং ওয়ার্ড এলাকায় বেশ কিছুদিন ধরেই তীব্র জল সংকট চলেছে৷ পাইপ লাইনে পানীয় জল পাচ্ছেনা এসব এলাকার মানুষজন৷ জলের বিকল্প কোন ব্যবস্থাও নেই৷ মহা সংকটে পড়ছেন তারা৷ রবিবার সকাল থেকে এলাকাবাসী পানীয় জলের দাবিতে অম্পি তেলিয়ামুড়া সড়ক অবরোধ করেন৷ গত তিনবছর ধরেই জল সংকট চলছে বলে জানান এলাকাবাসীরা৷ গত ছয় মাস ধরে একবেলা করে জল দেওয়া হত৷ এখন জলই দেওয়া হচ্ছে না৷ অন্য এলাকার দিনে দুইবার করে জল দেওয়া হয়৷ ১৩  ও ১৪ নং ওয়ার্ড এলাকায় জলের বিকল্প উৎসও নেই৷ এলাকাবাসী Untitled-1 copyযোগাযোগ করেও কোন আশ্বাস পাচ্ছেন না বলেও অভিযোগ৷
অবরোধের খবর পেয়ে পুর পরিষদের চেয়ারম্যান সজল দে, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান  কাউন্সিলার সুখেন্দু বিশ্বাস দাস সহ অন্যান্যরা ছুটে আসেন৷ পানীয় জলের সংকটের কথা স্বীকার করেছেন পুর পরিষদের  কর্মকর্তারাও৷ তারা জানান, শুখা মরশুমে জলস্তর নিচে নেমে গেছে৷ সে কারণেই সমস্যা দেখা দিয়েছে৷ চাকমাঘাট ব্যারেজের গেইট থেকেও স্বল্প পরিমাণে জল ছাড়া হচ্ছে৷ পুর পরিষদের  প্রাক্তন চেয়ারম্যান জানান, চাকমাঘাট ব্যারেজ থেকে পাইপ লাইনে জল এনে পরিশ্রুত করে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ কালীটিলা এলাকায় জল সরবরাহ আপাতত স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেবার পর অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা৷ অবিলম্বে পানীয় জল সরবরাহ করা না হলে পুর নাগিরকরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
শুখা মরশুম শুরু হতেই পানীয় জলের সংকট বাড়তে শুরু করেছে৷ রাজ্যে ৪৯ টি পাড়ায় ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে৷ প্রতিদিন এক বেলা করে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পান ঐ ৪৯টি পাড়ার বাসিন্দারা৷ মূলত উত্তর এবং ধলাই জেলাতেই বেশিরভাগ জলহীন পাড়া রয়েছে৷ সেখানে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ এছাড়া ঊনকোটি জেলায় কয়েকটি পাড়ায় ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷
রাজ্যে মোট ৮৭২৩টি পাড়া রয়েছে৷ এর মধ্যে ৪৯৯০ টি পাড়াতে  সারা বছর পানীয় জল পাওয়া যায়৷ বাকি ৩৭৩৩টি পাড়ায় বছরের সবসময় পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না৷ যে সমস্ত পাড়াতে সারা বছর পানীয় জল পাওয়া যাচ্ছে সেখানে মাথা পিছু প্রায় ৪০ লিটার করে পানীয় জল মিলছে৷ আর যে সমস্ত পাড়াতে সারা বছর পানীয় জল পাওয়া যাচ্ছে না সেখানে মাথাপিছু ১০ থেকে ৪০লিটারের মধ্যে পানীয় জল মিলছে৷ উত্তর জেলায় ৩৮২টি, ঊনকোটি জেলায় ১১৭টি, ধলাই জেলায় ৬২৪টি, খোয়াই জেলায় ৬৪৪টি, পশ্চিম জেলায় ৫৩৫টি, সিপাহিজলা জেলায় ৬১১টি, গোমতী জেলা ৫১২টি এবং দক্ষিণ জেলা ৩০৮ টি পাড়ায় সারা বছর পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যায় না৷