নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ আসাম-আগরতলা বিকল্প জাতীয় সড়ক পুনরায় বন্ধ৷ শনিবার সকাল ১১টা থেকে উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক বন্ধ করে৷ বিগত চারদিন থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সুকলে তালা ঝুলিয়ে কদমতলা ব্লক এলাকাতে মাইক যোগে প্রতিবাদ কর্মসূচী রূপায়ন করে৷ তাদের মূলত দশটি দাবি৷ দাবিগুলির মধ্যে সুকলে বিজ্ঞান ও কম্পিড়টার ভবন নির্মাণ৷ কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ছয় কোটি টাকার ভবন নির্মাণ, জল ও বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ দশটি দাবী৷ বিগত কয়েক বছর যাবৎ সুকলের ছাত্রছাত্রীরা বারবার দরখাস্ত করেছিল সুকলের প্রধান শিক্ষকের কাছে৷ বহুবার দাবিগুলি নিয়ে প্রতিবাদও করেছিল৷ অবশেষে কদমতলা ব্লকের বিডিও সুভাষ ভট্টাচার্যের কাছে দশটি দীব নিয়ে ডেপুটেশন প্রদান করে প্রতিবাদী ছাত্রছাত্রীরা৷ তখন বিডিও লিখিভাবে ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছিলে যে ২০১৬ এর মার্চের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করবেন৷ কিন্তু বিডিওর সেই প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ মিথ্যা৷ বাঘন সুকলের ছাত্রছাত্রীদের দশটি দাবীর মধ্যে একটি দাবিও পূরণ না হওয়াতে চলতি মাসের ১২ এপ্রিল থেকে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ শুরু করে৷ প্রথমে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ করে দেয়৷ তারপর কদমতলা ব্লক এলাকাতে ঘুরে মাইক যোগে তাদের দাবি নিয়ে বিশাল একটি প্রতিবাদী মিছিল বের করে৷ কিন্তু ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলনে কোন কর্ণপাত করেননি শিক্ষা দপ্তরের আধিকারিক বা ব্লক আধিকারীক৷ কেউ ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের আশ্বাস দেননি৷ তাই অবশেষে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আসাম আগরতলার বিকল্প জাতীয় সড়ক কূকিতল টু সাব্রুম সড়কটি সকাল এগারটা থেকে বন্ধ করে দেয়৷ ছাত্রছাত্রীরা যতক্ষণ পর্যন্ত তাদের নায্য দশটি দবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তাদের পথ অবরোধ আন্দোলন জারি থাকবে৷ এমনটাই হুঙ্কার দিয়েচে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ এদিকে আজ পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক ও ব্লকের বিডিও আসেননি৷ পাশাপাশি বিকল্প জাতীয় সড়ক বন্ধের ফলে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি দাড়িয়ে রয়েছে৷ চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও ট্রাক চালকরা৷ উল্লেখ্য গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের কারণে আসাম আগরতলা জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়াতে ট্রাক চালকদের একমাত্র ভরসা ছিল বিকল্প জাতীয় সড়ক৷ এই বিকল্প জাতীয় সড়কটি আজ সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বন্ধ করে রেখেছে৷ তাই ত্রিপুরার সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ প্রায় বন্ধ৷ অবশেষে সংবাদ মাধ্যমের কর্মীরা কদমতলা ব্লক আধিকারিককে বিস্তারিত জানার জন্য প্রশ্ণ করলে তিনি জানান, আমি কিছু জানি না৷ অথচ গতকাল সুকলের ছাত্রছাত্রীরা দশ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করে৷ আজ তিনদিন ধরে ছাত্রছাত্রীরা সুকলের বিভিন্ন সমস্যার কারণে তালা ঝুলিয়ে দেয়৷ এত কিছুর পরও বিডিও সাহেন সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিছুই জানেন না৷
এদিকে, রাস্তা অবরোধের খবর পেয়ে বিডিও, চুড়াইবাড়ি ও কদমতলা থানার ওসি এবং পূর্ত্ত দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন৷ ছাত্ররা বিডিও সাহেবের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর চালায়৷ কিন্তু বিডিওর গাড়ি ভেবে পূর্ত্ত দপ্তরের আধিকারিকের গাড়ি ভাঙচুর করে৷ তাই দ্রুত সকল আধিকারিকরা সুকলের প্রধান শিক্ষক মতিরঞ্জন নমঃশুদ্র এবং সুকল উন্নয়ন কমিটিকে ডেকে বৈঠকে বসেন এবং দশ দফা দাবিগুলির মধ্যে চারটি প্রধান দাবি পূরণের লিখিত আশ্বাস দেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিজ্ঞান ভবনের অর্ধ সমাপ্ত কাজ সম্পূর্ণ করা, সুকলের বিদ্যুৎ লাইন পুনসংস্কার করা, সুকলের খেলার একমাত্র মাঠটি রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি৷ কয়েকটি দাবি অতিসত্ত্বর পূরণ করা হবে৷ তারপরই ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়৷
2016-04-17

