নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শনিবার সকালে খয়েরপুরের দুলুরা ড্রপগেইট সংলগ্ণ এলাকায় পথ দূর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃত ব্যাক্তির নাম বিষ্ণুপদ গোপ৷ আহতের নাম সিদ্ধার্থ ভৌমিক৷ দুজনই শিক্ষক৷
শনিবার সকালে সুকলে যাবার পথে বাইক দূর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিক্ষকের নাম বিষ্ণুপদ গোপ৷ গুরুতর ভাবে আহত হয়েছেন শিক্ষক সিদ্ধার্থ ভৌমিক৷ দুজনই রানীর বাজার সুকলের শিক্ষক৷ একটি পালসার বাইকে করে তারা শনিবার সকালে সুকলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ খয়েরপুরের দুলুরা এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন তারা৷ জানা গিয়েছে একটি ১২ চাকার লরির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে৷ তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে প্রথমে রানীর বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে স্থানন্তর করা হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা বিষ্ণুপদ গোপকে মৃত বলে ঘোষণা করেন৷ সিদ্ধার্থ ভৌমিকের জি বি হাসপাতালে চিকিৎসা চলেছে৷ বোধজংনগর থানায় ওসি প্রভাত চন্দ্র শীল ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ বোধজংনগর থানার ওসি আরও জানান, গাড়িটির কোন হদিশ মিলেনি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
2016-04-17

