দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ সোনামুড়া দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ে দ্বিতল ভবনে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত শ্রমিকের নাম প্রদীপ পাল৷ তাকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষা বিষয় নিয়ে অনিশ্চয়তা শ্রমশ বাড়ছে৷ বহুতল বাড়ি নির্মাণকালেও বিভিন্ন স্থানে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদাররা শ্রমিকদের সুরক্ষা বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেনা৷ ফলে প্রায়ই নির্মাণকাজ করতে গিয়ে দূর্ঘটনাগ্রস্ত হচ্ছে শ্রমিকরা৷ এই ধরণের একটি ঘটনা ঘটেছে শুক্রবার সোনামুড়ায়৷ সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবনে কাজ করার সময় প্রদীপ পাল নামে এক শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যায়৷ অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ওই শ্রমিক চিকিৎসাধীন৷ আহত শ্রমিকের বাড়ি বাঁশপুকুর এলাকায়৷ নির্মাণকাজে প্রতিদিন ১৫/২০ জন শ্রমিক কাজ করছে৷ তাদের নিরাপত্তার বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *