নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.) : সোমবার লোকসভার এথিক্স কমিটির কাছে নারদের স্টিং অপারেশনের অসম্পাদিত (আনএডিটেড) ফুটেজ জমা দিলেন সিইও ম্যাথু স্যামুয়েল| ফুটেজ জমা নেওয়ার পর তাঁকে রিসিভিং অর্ডারও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে|
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নারদের সিইও ম্যাথু স্যামুয়েলের কাছে স্টিং অপারেশনের ৫২ ঘণ্টার অসম্পাদিত ফুটেজ চেয়ে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি|
নারদ নিউজের স্টিং অপারেশনে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের ঘুষ নিতে দেখা যাওয়ার পরই রাজনৈতিক মহলে ঝড় ওঠে| এই ইসু্যটি সংসদে ওঠার পর তা এথিক্স কমিটির হাতে তুলে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন|
১৫ সদস্যের এথিক্স কমিটির চেয়ারম্যান হলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানি| আদবানিসহ এই কমিটিতে রয়েছেন মোট আট বিজেপি সাংসদ| এছাড়া এই কমিটিতে কংগ্রেস, এডিএমকে, শিরোমণি অকালি দল, শিবসেনা, বিজু জনতা দল, তেলুগু দেশম পার্টি এবং সমাজবাদী পার্টি থেকে একজন করে সাংসদ রয়েছেন|
2016-04-05