নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ চৈত্রের ভারী বর্ষণে ব্লক এলাকার কৃষককূলের মাথায় হাত৷ চৈত্রের ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি কল্যাণপুর ব্লক এলাকার কৃষকরা৷ চৈত্রের এই হঠাৎ বর্ষণে কৃষকদের যেন মাথায় বাজ পড়েছে৷ এমনিতে এলাকাটি কৃষিজীবির ওপর নির্ভরশীল৷ এলাকার শত শত মরিচ, বেগুন, ঝিঙ্গা, পটল সহ বিভিন্ন সবজি চাষির মাথায় হাত৷ আর্থিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন৷ কৃষকদের দাবি উঠেছে ক্ষতির নিরূপণ করে সাহায্য দেওয়ার৷ অনেক আলু চাষি আছেন যারা নিজের জমির আলু তুলতে পারেননি৷ হঠাৎ বৃষ্টির ফলে এমন অবস্থা তা কৃষকরা বুঝে উঠতে পারছে না৷ কারণ বাংলা নববর্ষের জন্য তাঁরা ফসল তোলার অপেক্ষায় ছিলেন৷ তাদেরকে বড় ধাক্কা দিল প্রবল বৃষ্টি৷ কল্যাণপুরের নতুন ব্রিজ সংলগ্ণ প্রায় ১০০ কানি জমি রয়েছে কৃষকদের৷ প্রায় ৫০ পরিবার কৃষক প্রতি বছর ফসল ফলান৷ একমাত্র ফসলই তাদের আয়ের উৎস সহ সংসার প্রতিপালন৷ দাবি উঠেছে সরকারি সাহায্যই তাদের একমাত্র অবলম্বন৷
2016-04-02