নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের আনাচে কানাচে মধুচক্র ও দেহব্যবসা গজিয়ে উঠতে শুরু করেছে৷ রামনগর ৫ নম্বর রোডের একটি বাড়ি থেকে স্থানীয় মানুষ ফস্টিনষ্টি করার সময় তিন যুবক ও এক যুবতীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷
রামনগর ৫ নম্বর রোডের একটি বাড়িতে তিন যুবক এক যুবতীকে নিয়ে ফস্টিনষ্টি করছিল৷ বিষয়টি স্থানীয় লোকজনদের নজরে আসে৷ তারা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে রামনগর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ অবশ্য এলাকাবাসীর তরফে লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি৷ যুবতীটির বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়৷ যুবতীটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তিন যুবকের অভিভাবকদেরও খবর পাঠানো হয়েছে৷
2016-03-30

