নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ কাল বৈশাখীর ঝড় অব্যাহত থাকবে রাজ্যে৷ মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের চারটি জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাষ দেওয়া হয়েছে৷ সন্ধ্যায় পূর্বাভাষের জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের উপর দিয়ে ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে৷ মুষলধারে বৃষ্টিপাতও হতে পারে৷ পশ্চিম জেলা, খোয়াই, ঊনকোটি এবং উত্তরজেলায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় বইয়ে যাবে৷ এদিকে, মঙ্গলবার সন্ধ্যা রাতের আগরতলা সহ বেশ কিছু অঞ্চলে হয়েছে৷ জলমগ্ণ হয়ে পড়েছে শহরের বেশ কিছু এলাকা৷ মুষলধারে বৃষ্টি হওয়ায় সামান্য কমেছে তাপমাত্রাও৷ অন্যদিকে বুধবার আকাশ সাধারণ মেঘাচ্ছন্ন থাকতে পারে৷ দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এদিকে, বর্ষা এখনও পুরো মাত্রায় রাজ্যে আসনি৷ তারপরও সোমবার সকাল থেকে বিকাল পর্য্যন্ত বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিতে রাজপথ জলমগ্ণ হয়ে যায়৷ পুর ও পূর্ত্ত পাপের খেসারত হিসেবে বছরের পর বছর যে ট্রেডিশান শহরবাসী দেখে আসছেন তারই পুনরাবৃত্তি হয়েছে এদিন৷ শহরের নিম্নাঞ্চলগুলিতে রাজপথ জলমগ্ণ হয়ে যায়৷ অন্যদিকে, আগরতলা পুর নিগমের তরফে বর্ষার মরশুমের আগেই রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় কভার্ড ড্রেন নির্মাণের কাজে হাত দেওয়া হয়৷ কিন্তু এখনও বহু কভার্ড ড্রেনের কাজ অসমাপ্ত হয়ে রয়েছে৷ তাতে দুর্ভোগ বাড়ছে৷
2016-03-30