BRAKING NEWS

২০০২ থেকে ২০০৩ মুম্বই বিস্ফোরণ, ১০ জনকে দোষী সাব্যস্ত করল পোটা আদালত

মুম্বই, ২৯ মার্চ (হি.স.): অবশেষে এল রায়| ২০০২ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের মার্চ, চার মাসে তিনটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই| প্রাণ হারিয়েছিলেন ৩৬ জন| জখম হন ২৭ জন| সেই বিস্ফোরণের দায়ে ১০ জনকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ পোটা (প্রিভেনশন অফ টেরোরিশম অ্যাক্ট) আদালত| সাজা ঘোষণা হবে ৱুধবার| তবে অভিযুক্ত ৩ জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করলেন বিশেষ বিচারক পি আর দেশমুখ|
২০০২ সালের ৬ ডিসেম্বর প্রথম বিস্ফোরণটি হয় মুম্বই সেন্ট্রাল স্টেশনের কাছে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয়| ২০০৩ সালের ২৭ জানুয়ারি ভিল পার্লে (পূর্ব)-র বাজারে হয় দ্বিতীয় বিস্ফোরণ| তৃতীয়টি হয় ১৩ মার্চ মুলুন্দ স্টেশনে দাঁড়ানো ভিড় লোকাল ট্রেনে| অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন (পোটা), অস্ত্র, বিস্ফোরক, রেলওয়ে আইনে মামলা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *