নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২৮ মার্চ৷৷ মাঝারি বৃষ্টিতেই ধর্মনগর রেল স্টেশনের নির্মীয়মাণ একটি প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়েছে৷ তাতে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রেলওয়ের কর্মকর্তারা যখন রাজ্যে সফররত রয়েছেন ঠিক সে সময়ই প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়ার ঘটনায় অস্বস্তিও বেড়েছে৷ বিষয়টি রেলওয়ের সফররত উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজরেও এসেছে৷ নির্মীয়মাণ প্ল্যাটফর্মের একাংশ ধবসে পড়ায় নির্ধারিত সময়ের মধ্যে ব্রডগেজ রেল চলাচল শুরু হবে কিনা তা নিয়েও জনমনে সন্দেহ ক্রমশ দানা বাঁধতে শুরু করেছে৷ উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ব্রডগেজ লাইন চালু করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উত্তরপূর্ব রেলওয়ে৷ সেক্ষেত্রে নির্মাণ কাজে ত্রুটিবিচ্যুতি ব্যাঘাত ঘটাতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷ এদিকে, স্থানীয় জনমনে অভিযোগ, নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে৷ অবিলম্বে ব্রডগেজ লাইন চালু করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করার জন্য ধর্মনগর বাসীর পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে৷ এদিকে, আগরতলা স্টেশন সহ অন্যান্য স্টেশনেও নির্মাণ কাজ বিঘ্নিত হয়েছে এই বৃষ্টির দরুন৷ সম্প্রতি আগরতলা রেল স্টেশনে ইঞ্জিন রাখার শেড ভেঙে পড়েছিল৷ একের পর এক দূর্ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ণ তোলা হচ্ছে রেলের নির্মাণ কাজ নিয়ে৷ তারাহুরো করে নির্মাণ কাজ করায় কাজের গুণমান সঠিক রাখা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে৷
2016-03-29

