BRAKING NEWS

পাঠানকোটে বিক্ষোভের মুখে পাক তদন্তকারী দল, পোড়ানো হল কুশপুতুল

পাঠানকোট, ২৯ মার্চ (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে তুমুল বিক্ষোভের মুখে পড়ল পাক তদন্তকারী দল| মঙ্গলবার সকালে ৱুলেটপ্রুফ এসইউভি গাড়িতে-তে চেপে যখন পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে ঢোকে পাক তদন্তকারী দল, তখনই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা| ছিলেন আম আদমি পার্টি ও কংগ্রেস নেতা-নেত্রীরাও| কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই পোড়ানো হয় কুশপুতুল| স্লোগান ওঠে, ‘ফিরে যাও জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (যৌথ তদন্তকারী দল)’| দিল্লির আপ মন্ত্রী কপিল মিশ্র বলেছেন, ‘পাকিস্তান ও বিজেপি একই ভাষায় কথা বলছে| আইএসআই-বিজেপি জোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাঠানকোটে এসেছি| ভারতের নিরাপত্তা নিয়ে মোদীকে ছিনিমিনি খেলতে দেব না|’
সোমবার দিনভর পাক তদন্তকারী দলের সঙ্গে বৈঠক করেন এনআইএ কর্তারা| পাক দলের হাতে প্রমাণ হিসেবে তুলে ধরা হয় একে ৪৭ ও পিস্তলের মতো অস্ত্র, বাইনোকুলার, জিপিএস ডিভাইস, গ্রেনেড, ওষুধ, জামাকাপড়, ফুড প্যাকেট, ড্রাই ফ্রুটস ও জুতো, যেগুলির প্রত্যেকটির গায়ে লেখা ‘মেড ইন পাকিস্তান|’ মঙ্গলবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে পাক তদন্তকারী দলটি অমৃতসরে পেঁৗছয়| এরপর সেখান থেকে বিশে| নিরাপত্তায় ৱুলেটপ্রুফ এসইউভি-তে করে তদন্তকারী দলটিকে পাঠানকোটে নিয়ে যাওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *