BRAKING NEWS

টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা, রাষ্ট্রপতি শাসন জারি উত্তরাখণ্ডে

map uttarakhandনয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : আস্থা ভোটের একদিন আগেই রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তরাখণ্ডে । স্টিং অপারেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী  হরিশ রাওয়াত কোটি কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করায়  রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট বৈঠকের ডাক দেন । প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডাকা ক্যাবিনেট বৈঠকে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রস্তাব পাঠায় সরকার। সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী আজ সকালে রাষ্ট্রপতি শাসনের ফাইলে সই করেন প্রণব মুখোপাধ্যায়।আর একদিন পরই উত্তরাখণ্ডে আস্থা ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, গতকাল উত্তরাখণ্ডের নয় কংগ্রেসি বিক্ষুব্ধ বিধায়ক একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, ভিডিওতে বিক্ষুব্ধ বিধায়কদের কোটি কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করতে দেখা যায় হরিশ রাওয়াতকে। মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদেরও কেনার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে বিজেপি। এই দাবিতে বিজেপি-র প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে।গতকাল ঘুষ দিয়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ ওঠার পরই তড়িঘড়ি অসম থেকে দিল্লি ফিরে জরুরিভিত্তিতে ক্যাবিনেট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গতকাল উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ ফের কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক বসে। তারপরই উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *