BRAKING NEWS

তিন শতাধিক অঙ্গনওয়াড়ীতে মার খাচ্ছে পুষ্টি প্রকল্প

anganwadi centerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ সালেমা আই সি ডি এস প্রকল্পের অধীন ৩৪৬টি অঙ্গঁনওয়ারী কেন্দ্রে তিন মাস যাবৎ বালাহারে ডিম বন্ধ৷ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হাজারের অধীক শিশু৷ প্রকল্প আধিকারিকের মতে বিষয়টি জানা নেই৷ তীব্র ক্ষোভ জনমনে৷
শিশু পুষ্টিকর খাবার থেকে দীর্ঘ তিন মাস ধরে বঞ্চিত হয়ে রয়েছে সালেমা আই সি ডি এস প্রকল্প অধীন হাজার হাজার শিশু৷ আই সি ডি এস প্রকল্প আধিকারিক বিষয়টি নিয়ে ধোয়াশায় রয়েছেন৷ তবে তারা বিষয়টির সত্যতা অস্বীকার করেনি৷ খবর নিয়ে জানা গেছে দীর্ঘ তিনমাস যাবৎ সালেমা আই সি ডি এস প্রকল্পের অধীন অঙ্গঁনওয়ারী কেন্দ্র গুলিতে বালাহারে ডিম দেওয়া হচ্ছেনা৷ শিশুদের অভিভাবকরা এবং অঙ্গঁনওয়ারী কেন্দ্রের দিদিমনি সহ সহায়িকারা জানান কোন এক অজ্ঞাত কারনে বালাহারে ডিম দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে৷ ফলে শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে৷ এদিকে সালেমা আই সি ডি এস প্রকল্পের আধিকারিক পবিত্র দাস জানান বিষয়টি উনা৩র জানা নেই৷ তবে তিনি সবে মাত্র চাকুরিতে সালেমার সি ডি পি ও হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি পাশাপাশি এও বলেন পরিকাঠামো বলতে ধলাই জেলায় কিছুই নেই দপ্তরে৷ সালেমা ও আমবাসায় দপ্তরে মোট ৫৭৭ টি অঙ্গঁনওয়ারী কেন্দ্র রয়েছে৷ আমবাসা, সালেমা দুর্গাচৌমহনি, গঙ্গাঁনগর ব্লকের অধীন অঙ্গঁনওয়ারী কেন্দ্র গুলির জন্য মাত্র একজন সি ডি পি ও, ১১ জন সুপারভাইজার রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য৷ মোট ৩০ জন সুপার ভাইজারের জায়গায় মাত্র ১১ জন এত বড় দায়িত্ব সামাল দিচ্ছেন৷ সব মিলিয়ে দপ্তরের এই করন চিত্রেরর জন্য তিনি পরোক্ষভাবে সরকারকে দায়ী করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *