BRAKING NEWS

খোয়াইয়ে ক্যাবল লাইনে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ, প্রাণ গেল আরও একজনের

death electric shockনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ মার্চ৷৷ কেবল লাইনের জেক বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পদ্মবিল রেঞ্জ অফিসে কর্মরত এক বন রক্ষাকর্মী৷ মৃত বনকর্মীর নাম রনজিৎ দেববর্মা৷ বয়স পঁয়তাল্লিশ৷ বাড়ী খোয়াই থানাধীন আমপুড়া গ্রামে৷ সোমবার রাত দশটায় বৃষ্টি ও হাল্কা ঝড়ো হাওয়া বাইতে থাকলে রনজিৎ দেববর্মা আমপুড়া নিজ বাড়ীতেই বসে কেবল টিভি দেখছিলেন৷ বজ্রপাতের ভয়ে তখন তিনি দ্রুত টিভি’র কেবল সংযোগ বিচ্ছিন্ন করতে ছুটে যান খালি পায়েই৷ টিভি’র পেছনে থাকা কেবল টিভি’র জেক খুলে আনতে গেলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন৷ ঘটনার সময় ওনার স্ত্রী ঘরে থাকলেও তিনি ঠিক বুঝে উঠতে পারেননি দুর্ঘটনার বিষয়ে৷ কিছু সময়ের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ পরে রাত এগারটায় বনকর্মী রনজিৎ দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ মঙ্গলবার সকালে এই বনকর্মীর মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
মঙ্গলবার সকালে প্রয়াত রঞ্জিত দেববর্মার মরদেহে রক্তিম পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন টিউকেসি খোয়াই বিভাগের সদস্যরা৷ সেই সাথে বন কর্মীরাও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷
এদিকে খোয়াই এর আনাচে কানাচে পাতালো কেবল তারে হাই ভোল্টেজ বিদ্যুৎ থাকার বিষয়ে অভিযোগ দীর্ঘদিনের৷ ইতি পূর্বেও খোয়াই এর জাম্বুরা এলাকায় এক বৃদ্ধ ঐ জেক খুলতে গিয়ে মারা যান৷ তার পরও খোয়াই এর কেবল মালিকরা তাদের লাইনে পরিবাহিত বিদ্যুৎ সরবারহ বন্ধ করার কোন পদক্ষেপ গ্রহণ করছিলেন না৷ আর তাতে খোয়াইতে ঘটে চলছে একের পর দূর্ঘটনা৷ গত তিন মাসে কেবল লাইনের পরিবাহি বিদ্যুৎ এর ছোবলে দুই জন মারা গেলেও কুম্ভনিদ্রায় জেলা শাসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *