সার্ভিস রাইফেলের গুলিতে প্রেয়সীকে খুন করে আত্মঘাতী প্রেমিক টিএসআর জওয়ান

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ভাড়া বাড়িতে ঢুকে প্রেমিকাকে সার্ভিস রাইফেলের গুলিতে ঝাঝরা করলেন প্রেমিক টিএসআর জওয়ান৷ এরপর নিজেই আত্মঘাতী হলেন৷ রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ শহরতলীর দূর্জয়নগর এলাকায়৷ মৃতার নাম তনুশ্রী কর্মকার, বাড়ি শান্তিরবাজার৷ ঘাতক জওয়ানের নাম মৃণাল দাস৷ সে টিএসআর নয় নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ পশ্চিম জেলার পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেন৷ গভীর রাত পর্যন্ত সেখানে চাঞ্চল্য বিরাজ করে৷
সংবাদে প্রকাশ, তনুশ্রী কর্মকার দূর্জয়নগরস্থিত বেসরকারী নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী৷ ভাড়া বাড়িতে তার মা’ও সঙ্গে থাকতেন৷ এদিন রাত আনুমানিক পৌণে দশটা নাগাদ টিএসআর জওয়ান মৃণাল দাশ সিভিল পোশাকে আগ্ণেয়াস্ত্র সহ ঐ ভাড়া বাড়িতে যায়৷ ঘরে প্রবেশ করে প্রেমিকা তনুশ্রীকে লক্ষ্য করে সার্ভিস রাইফেল থেকে এলোপাথারি গুলি চালায়৷ গুলিতে ঝাঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তনুশ্রী৷ গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আশেপাশের লোকজন ছুটাছুটি করে ঐ ভাড়া বাড়ির দিকে যায়৷ ততক্ষণে খবর পৌঁছে নিউ কুঞ্জবন থানায়৷ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়িটিকে কর্ডন করে৷ পুলিশের ঘেরাটোপে পড়ে ঐ জওয়ান ভাড়া বাড়ি থেকে বের হয়নি৷ প্রায় আড়াই ঘন্টা ঐ ঘরেই অবস্থান করে৷ এই সময়ের মধ্যে জওয়ানটি আরও কয়েক রাউন্ড গুলি চালায়৷ পুলিশ বাইরে থেকে কিছুই আন্দাজ করতে পারছিলনা৷ ঘরে তনুশ্রীর মা’ও অবস্থান করছেন৷ জওয়ান কাকে খুন করেছে তাও বোঝা মুশকিল হয়ে যায় পুলিশের জন্য৷ পরে পুলিশ নিশ্চিত হয় যে তনুশ্রীর মা অক্ষত অবস্থায় রয়েছেন৷ কিন্তু টিএসআর জওয়ান ঘর থেকে বের হয়নি৷ শেষে ঐ জওয়ানও সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়৷ রাত একটা নাগাদ পুলিশ তনুশ্রী ও মৃণালের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ ঘটনাস্থলে আই জি (আইনশৃঙ্খলা) অনুরাগ ধ্যানকর, পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ, এসডিপিও রাজেন্দ্র দত্ত, পশ্চিম থানা, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা এবং এয়ারপোর্ট থানার ওসিরাও ঘটনাস্থলে পৌঁছেন৷ কেন এই হত্যাকান্ড এবং আত্মহত্যা এনিয়ে নানা গুঞ্জন চলছে৷ ভাড়া বাড়ির মালিক সৌরভ ধর জানিয়েছেন, এর আগেও ঐ টিএসআর জওয়ানের আসা যাওয়া ছিল৷ কিন্তু, কি কারণে এই ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কেউই কিছু বলতে পারছেন না৷ তবে, এর পেছনে বড় রহস্য লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *