নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজ্যপালের ঊনকোটি জেলা সফরকালে কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন দাবি সনদ সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে৷ কংগ্রেস তের দফা দাবি সনদ এবং বিজেপি পাঁচদফা দাবি সনদ রাজ্যপালের হাতে তুলে দিয়েছে৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে কৈলাসহরের বিমানবন্দর চালু করতে হবে, জেলাসদর কৈলাসহরকে রেল মানচিত্রে যুক্ত করতে হবে, কৈলাসহরে বিএড কলেজ অবিলম্বে স্থাপন করতে হবে এবং নবোদয় বিদ্যালয় স্থাপন করতে হবে৷
2016-03-21