BRAKING NEWS

উত্তরাখণ্ড ইসু্যতে মোদীর উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক টুইট রাহুল গান্ধীর

Rahul Gandhiনয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.):  উত্তরাখণ্ডে কংগ্রেস চালিত সরকারের অচলাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক টুইট কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর। রাজ্যপালের কাছে নয়া সরকার গড়ার প্রস্তাব বিজেপির। প্রসঙ্গত, রাজ্যে বার্ষিক বাজেট নিয়ে আলোচনায় কংগ্রেসের ওই ৯ বিধায়ক যে দাবি জানান বিধানসভার অধ্যক্ষ গোবিন্দ সিং কুঞ্জওয়াল তা খারিজ করে দেওয়ার পরেই ওই ৯ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন| তারপরেই বিজেপির পক্ষ থেকে সরকার গঠনের তত্পরতা শুরু হয় | রাজ্যপাল কৃষ্ণকান্ত পালের কাছে বিজেপির একটি প্রতিনিধি দল গিয়ে উত্তরাখণ্ডে নয়া সরকার গঠনের আবেদন করে। এরপরই রাজ্যপাল হরিশ রাওয়াত সরকারকে আগামী ২৮ মার্চের মধ্যে বিধানসভায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেন।এই প্রেক্ষিতে রাহুলের আভিযোগ, দলের ভেতরে এভাবে ভাঙন লাগানো, বিধায়ক কেনা-বেচা, টাকা ও পেশি-শক্তির প্রদর্শন, এই হল বিজেপির সরকার তৈরির নয়া মডেল। তাঁর দাবি বিজেপির মুখোশ খুলে আসল মুখ বের করে দেবে তাঁর দল। রাহুলের আরও অভিযোগ গণতন্ত্র ও সংবিধানের ওপর এধরনের আক্রমণ কখনওই মেনে নেবে না তাঁর দল। প্রথমে অরুণাচল প্রদেশ, তারপর উত্তরাখণ্ডে একই ভাবে দলে ভাঙন লাগিয়ে সরকার ভাঙার প্রচেষ্টা। তারপর নিজেদের সরকার তৈরি করা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ রাহুলের।বিজেপির দাবি কংগ্রেসের ৯ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে বিধানসভায় এখন তাঁরাই সংখ্যাগরিষ্ঠ।তবে বিজেপির সেই দাবি খারিজ করে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিদ্রোহী নয় জন বিধায়কের মধ্যে হরিশ রাওয়াতের সঙ্গে এখনও পাঁচ বিধায়কের যোগাযোগ রয়েছে। এরপরই কংগ্রেস সহ-সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহর উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক টুইট করেন। সেখানেই তিনি দাবি করেন বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকেই মানছে না। অন্য দলের মধ্যে ভাঙন লাগিয়ে, বিধায়ক কেনা-বেচা করে, পেশি-শক্তির প্রদর্শন করে সরকার গঠনের নয়া মডেল অনুসরণ করছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *