নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ শুক্রবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে শ্রম দপ্তরের উদ্যোগে শ্রমিকদের আইনী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যভিত্তিক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রমমন্ত্রী সহিদ চৌধুরী৷
নির্মাণ শ্রমিক ও ইট ভাট্টাশ্রমিকদের আইনী অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে শ্রম দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক একদিনের কর্মশালার অনুষ্ঠিত হয়৷ কর্মশালার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী সহিদ চৌধুরী বলেন, আমাদের রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক ব্যবস্থায় কথা বলার সুযোগ রয়েছে৷ অন্য কোন জায়গাতে আমাদের রাজ্যের মতো পরিবেশ নেই, একথা কেউ অস্বীকার করতে পারবে না৷ তিনি অবশ্য একথা স্বীকার করেছেন, এরাজ্যেও সব কাজ সমানভাবে করা যাচ্ছে না৷
2016-03-12

