বিভিন্ন দাবীতে আন্দোলনে নামছে চা মজদুর ইউনিয়ন

TEA UNIONনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যের বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলি অধিগ্রহণ করা সহ ৯ দফা দাবিতে ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে৷ শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এ সংবাদ জানান৷
ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চারটি চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে৷ বাগান মালিকরা পালিয়ে গেছেন৷ শ্রমিকরা কাঁচাপাতা বিক্রি করে দীর্ঘদিন যাবত জীবনযাপন করে আসছেন৷ বন্ধ হয়ে যাওয়া চারটি চা বাগান অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে কংগ্রেস এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে৷ এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷
সাংবাদিক সম্মেলন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের মহাসচিব নীরদবরণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷