সরকারি ভর্তুকি বা ভাতা পেতে এবার আধার কার্ড আইনত বাধ্যতামূলক করার পথে মোদী সরকার

AADHARনয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : এবার যেকোনও ধরনের সরকারি ভর্তুকি বা ভাতা পেতে হলে আধার কার্ড আইনত বাধ্যতামূলক করার পথে একধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদী সরকার| শনিবার লোকসভায় আধার বিল পাশ করিয়ে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তবে আধারের জন্য নথিবদ্ধ তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা|
রাজ্যসভায় আধার বিলটি যাতে হোঁচট না খায়, তার জন্য অর্থ বিল হিসেবে বিলটিকে নিয়ে আসা হয়েছিল| সে ক্ষেত্রে রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হলেও বাধা আসবে না বলে রাজনৈতিক মহলের ধারনা| তবে বিলে সংশোধনের ক্ষমতাও থাকছে না রাজ্যসভার| বিরোধীদের দাবি ছিল, এই বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক| কিন্তু তা মানেনি সরকার|
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানাতেও আধার কার্ডের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল| কিন্তু আইন না থাকায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছিল তত্কালীন সরকারকে| কোর্ট নির্দেশ দেয়, আধার না থাকলেও ভর্তুকি দিতে হবে| এবার মোদী সরকার ভর্তুকি পেতে আধার বাধ্যতামূলক করল|
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলির দাবি, আর্থিক সংস্কারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ| জন ধন যোজনায় দেশের প্রায় সব পরিবারেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে| সকলের আধার কার্ড হলে শুধু তাঁদের অ্যাকাউন্টেই সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়া হবে| অর্থের অপচয়, দুর্নীতি বন্ধও হবে| কমবে ভর্তুকির বহর| আধার কার্ডের মাধ্যমে রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার ফলে কেন্দ্রের ১৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে| রাজ্য সরকারেরও ভর্তুকি সাশ্রয় হবে| যে চারটি রাজ্য আধার কার্ডের মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করেছে তাদের ২৩০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *