নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর সরকার, টুইটারে মন্তব্য প্রধানমন্ত্রীর

modiনয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার| মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে মহিলাদের স্যালুট জানান প্রধানমন্ত্রী| এরপর টুইট করেন, `মহিলারা যা অর্জন করেছেন, তার জন্য তাঁদের স্যালুট জানাই| সমাজে অপরিহার্য ভূমিকা পালনের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাই|’ বেটি বাঁচাও, বেটি পড়াও থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সহ সব ক্ষেত্রে মহিলাদের উন্নয়নে কেন্দ্র অটল বলেও জানান প্রধানমন্ত্রী| আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও|