জেনেভা, ৮ মার্চ (হি.স.) : বিগত দুই দশকে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুব কমই বেড়েছে | আজ বিশ্ব নারী দিবস| বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি| মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে কর্মক্ষেত্রে মেয়েদের অবস্থান জানাতে এমনই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)| আইএলও-র রিপোর্ট অনুযাযী ১৯৯৫ সালের পর কর্মক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণের পার্থক্য কমেছে মাত্র ০.৬ শতাংশ বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)| আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএলও একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে| বিশ্বের ১৭৮টি দেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার, কর্মপরিবেশসহ নানা তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে| এতেই এসব তথ্য জানানো হয়েছে| আইএলওর প্রধান গাই রাইডার বলেছেন, এ তথ্যের ফলে প্রমাণ মিলল, নারীরা এখনো উপযুক্ত কাজ খুঁজে পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন| প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের চেয়ে ২৫.৫ শতাংশ কম ছিল| ১৯৯৫ সালে এ পার্থক্য ছিল ২৪.৯ শতাংশ| অর্থাত্ ২০ বছরে এ পার্থক্য কমেছে মাত্র ০.৬ শতাংশ|
2016-03-08

