BRAKING NEWS

নেশা থেকে নতুন প্রজন্মকে মুক্ত রাখতে মন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ তামাক ও নেশা সামগ্রীর   কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখার জন্য সচেতনতামূলক কাজে সকল অংশের মানুষকে এগিয়ে আনার আহ্বান জানান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সহিদ চৌধুরী৷ রবিবার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে থিঙ্ক বিয়ন্ড নামক সামাজিক সংস্থার প্রথম বার্ষিক সভার উদ্বোধন  করে মন্ত্রী সহিদ চৌধুরী এই আহ্বান জানিয়েছেন৷
the-12-worst-drugs-to-get-addictরাজ্যের অন্যতম সামাজিক সংস্থা থিঙ্ক বিয়ন্ডের প্রথম বার্ষিক সভা রবিবার আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হয়৷  এই সভার উদ্বোধন করেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী৷ উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সহিদ চৌধুরী জানান, সমাজে তামাক ও নেশা সামগ্রীর প্রভাব বৃদ্ধি পাচ্ছে৷ এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এই সমস্যার সমাধান করতে না পারলে আগামীদিনে সুস্থ সমাজের বাতাবরণ তৈরিতে  প্রতিবন্ধকতা আসবে৷ কারণ, তামাক এবং এলকোহল মানুষের স্বাভাবিক চিন্তাভাবনার বিকাশে ব্যাঘাত ঘটায়৷ নতুন প্রজন্মে এর কুপ্রভাব ছড়িয়ে  পড়লে এর ফল মারাত্মক হবে বলেও জানান মন্ত্রী সহিদ চৌধুরী৷ নতুন প্রজন্মকে তামাক এবং এলকোহলের কুপ্রভাব থেকে বিরত রাখার জন্য সমাজের সকল অংশের মানুষকে  এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও আহ্বান জানান মন্ত্রী সহিদ চৌধুরী৷  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পূর্ণিমা রায়, অধ্যাপক রঞ্জন ভৌমিক, প্রাক্তন বিচারপতি বিভাষ কান্তি কিলিকদার, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ অরূপ রায় বর্মণ  প্রমুখও বক্তব্য রাখেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *