BRAKING NEWS

চিন্তাশীল মানুষদের কাছে ভারতের ভাবমূর্তি কমছে, উদ্বিগ্ন চমস্কি

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): জেএনইউ ইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| এহেন পরিস্থিতিতে জেএনইউ-র ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট চিন্তাবিদ নোয়াম চমস্কি| অমেরিকা থেকে ই-মেল সাক্ষাত্কারে নোয়াম চমস্কি মন্তব্য করেছেন, `অসহিষ্ণুতা বিতর্ক শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নেই| সর্বত্রই অসহিষ্ণুতা|’ ৮৭ বছরের এই চিন্তাবিদ আরও মন্তব্য করেছেন, `স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচার সম্পর্কে চিন্তাশীল মানুষদের কাছে ভারতের ভাবমূর্তি ধীরে ধীরে কমে আসছে|’
শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতাকে আলাদা করে দেখতে রাজি নন শিক্ষাবিদ চমস্কি| তাঁর মতে, কোনও দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতিরূপ ধরা পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতার মধ্যে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *