নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কানহাইয়া কুমারের প্রশংসায় পঞ্চমুখ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| দেশ বিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে| বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় সে| তিহার জেল থেকে জেএনইউ ফিরে মোদী সরকারকে একহাত নেয় কানহাইয়া| বলতে থাকে, ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকেই আজাদি চান তারা| আর আগামী দিনেও আজাদির জন্যই লড়ে যাবেন| কানহাইয়ার এই ভাষণে প্রচণ্ড খুশি হয়েছেন কেজরিওয়াল| টুইট করে তিনি জানিয়েছেন, `কি দারুণ বক্তৃতা কানহাইয়ার…’ অপর টুইটে কেজরিওয়াল লিখেছেন, `কানহাইয়ার বক্তৃতা অনেকবার শুনলাম| অধিকাংশ মানুষের মনের কথা বলেছে সে|’
উল্লেখ্য, বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া কানহাইয়া কুমার| রাতে জেএনইউ পেঁ ছে সে বলতে থাকে, ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকেই আজাদি চান তারা| আর আগামী দিনেও আজাদির জন্যই লড়ে যাবেন| কী থেকে আজাদি চাইছেন কানহাইয়ারা? তার মতে, ক্ষুধা, দারিদ্র, দুর্বলদের শোষণ, সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, জাতপাতের বিভেদ থেকে তারা আজাদি চাইছেন| একইসঙ্গে মোদী সরকারকেও তীব্র কটাক্ষে ভরিয়ে দিয়েছেন কানহাইয়া| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর উক্তি, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশের নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার যে মিথ্যা প্রতিশ্রুতি মোদীজি দিয়েছিলেন তা এখনও কানে বাজছে| নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যদিকে নজর ঘোরাতেই নানাকিছু করতে চাইছে মোদী সরকার| প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি গ্রেফতারির পরে গত বুধবার কানহাইয়াকে ছয় মাসের জামিন দেয় দিল্লি হাইকোর্ট| বিচারপতি প্রতিভা রানির নেতৃত্বে এই রায় দেওয়া দেয়| এরপরে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়ে সোজা জেএনইউয়ে ফিরে যান কানহাইয়া কুমার|
2016-03-04