BRAKING NEWS

কানহাইয়া সম্পর্কে আরএসএস কী ভাবছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হাইকোর্টের বক্তব্য ঃ মনমোহন বৈদ্য

Manmohan Vaidya RSSনয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): কানহাইয়া সম্পর্কে আরএসএস কী ভাবছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জামিনের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টে বক্তব্য | শুক্রবার কানহাইয়া কুমারকে ইঁদুরের সঙ্গে তুলনা করে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য| রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেএনইউয়ের ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে| বৃহস্পতিবার শর্তসাপেক্ষে আদালতের নির্দেশে মুক্তি পায় সে| তিহার জেল থেকে জেএনইউ ফিরে মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে দেয় কানহাইয়া| এরই প্রেক্ষিতে আরএসএস-এর সর্বভারতীয় প্রচার প্রমুখ মনমোহন বৈদ্য বলেছেন, `কানহাইয়ার ভাষণ কোনও প্রতিক্রিয়া দেওয়ার উপযুক্ত নয়|’
উল্লেখ্য, নিম্ন আদালতে জামিন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্নের পর, বৃহস্পতিবার বিকেলে তিহাড় জেল থেকে ছাড়া পান কানহাইয়া কুমার | বুধবার কানহাইয়া কুমারের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রানি তাঁর রায়ে বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে| ফলে কানহাইয়া সরাসরি দেশ-বিরোধী স্লোগান দেওয়া বা দেশ-বিরোধী কাজকর্মে যুক্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না| তবে ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে যে ধরনের স্লোগান উঠেছে, তাকে বাক্‌স্বাধীনতার অধিকার বলে মেনে নেওয়া যায় না| বিচারপতির মতে, ছাত্রসমাজের একাংশের মধ্যে এক ধরনের বিষক্রিয়ার সংক্রমণ ঘটেছে| তার প্রতিবিধানে ধাপে ধাপে চিকিত্সার প্রয়োজন রয়েছে| কানহাইয়ার ক্ষেত্রে তিনি প্রাথমিক ভাবে হালকা প্রতিষেধক দিতে চান বলেই শর্তসাপেক্ষে জামিন দিচ্ছেন বলে জানিয়েছেন বিচারপতি|
এদিন ওই কথার ইঙ্গিত দিয়ে মনমোহন বৈদ্য বলেন, কমিউনিস্টদের দেখে সেই ইঁদুরের কথা মনে পড়ছে| এ কথা বলে তিনি একটি গল্পও বলেছেন| বৈদ্য বলেছেন, `একটি ইঁদুর একবার রাস্তায় একটা টুপি পেল| ওই টুপি পরে বাজারে গিয়ে হাততালি দিতে শুরু করল| ইঁদুর দাবি করল, তার টুপি রাজার থেকেও ভালো| প্রহরীরা সে কথা শুনে রাজাকে জানাল| রাজা ওই ইঁদুরকে দরবারে আনার নির্দেশ দিলেন| কিন্তু দরবারে গিয়েও ইঁদুর একই কথা বলল| রাজা বিরক্ত হয়ে টুপি কেড়ে নিতেই ইঁদুর চিত্কার করে বলল, রাজা ভিখারি তাই আমার টুপি নিয়ে নিয়েছে| এ কথা শুনে রাজা টুপি ফেরত দিলেন| তখন ইঁদুর বলল, রাজা আমাকে ভয় পেয়ে টুপি ফেরত দিয়েছে|’ এই গল্প শুনিয়ে বৈদ্য বলেছেন, কমিউনিস্টদের হচ্ছে এই হাল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *