কাঁথি, ৪ মার্চ (হি.স.): অবশেষে গ্রেফতার করা হল আইকোর সংস্থার কর্ণধার রাধাশ্যাম গিরিকে| অনেকদিন আগেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল| বৃহস্পতিবার রাতে রাধাশ্যামকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ| শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়|
বৃহস্পতিবার কাঁথি বহাল গ্রামে সমবায় সমিতিতে সঞ্চিত টাকা তুলতে এলে এলাকার মানুষ তাকে আটকে টাকা ফেরত চায়| টাকা ফেরত নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে একটি সালিশি সভাও করা হয়| সেই সভায় আমানতকারীর ৩৭ লাখ টাকা ফেরত দেয় রাধাশ্যাম গিরি| তারপর এলাকার মানুষ তাকে পুলিশের হাতে তুলে দেয়|
2016-03-04