নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজ্যে সেট টপ বক্স সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার উচ্চ আদালত আট জেলার জেলাশাসককে হলফনামা দিয়ে জানাতে বলেছে৷ আগামী ২৯ মার্চের মধ্যে জেলাশাসকদের সেটটপ বক্স বিক্রি সংক্রান্ত বিষয় হলফনামা দিয়ে উচ্চ আদালতে জানাতে হবে৷ এদিন, এই নির্দেশ দেন উচ্চ আদালতের মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তা এবং বিচারপতি এস সি দাসের ডিভিশন বেঞ্চ৷ জানা গেছে, এই মামলায় টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে পক্ষভুক্ত করা হয়েছে৷ তাদেরকেও আগামী ২৯ মার্চের মধ্যে জবাব দিতে হবে৷
উল্লেখ্য, রাজ্যে সেটটপ বক্স বিক্রি নিয়ে নানা অভিযোগ উঠেছে৷ কেবল অপারেটররা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সেটটপ বক্স বিক্রি করছেন না৷ ফলে, গ্রাহকদের কাছে উচ্চ হারে সেটটপ বক্স বিক্রি করা হচ্ছে৷ অভিযোগ, কেবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ১৭০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত আদায় করছে৷ এর কোন রসিদও অপারেটাররা গ্রাহকদের দিচ্ছেন না৷ এনিয়ে সোমবার উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷
মামলার আবেদনকারীর পক্ষে আইনজীবী অরিজিৎ ভৌমিক জানান, সেটটপ বক্স বিক্রি সংক্রান্ত ট্রাই’র স্পষ্ট নিয়মনীতি রয়েছে৷ তা বিজ্ঞপ্তি দিয়ে জানানোও হয়েছে৷ কিন্তু রাজ্যে তা মানা হচ্ছে না৷ গ্রাহকদের কাছ থেকে যেমন খুশি অর্থ আদায় করছেন কেবল অপারেটাররা৷ ট্রাই’র নির্দেশ মোতাবেক ৪০০ এবং ৮০০ টাকা সিকিউরিটি জমা দিয়ে সেটটপ বক্স মাসিক ভাড়া হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷ যে দুটি প্যাকেজ রয়েছে তার অন্তর্গত পছন্দসই চ্যানেল বাছাই করতে পারবেন গ্রাহকরা৷ ট্রাই’র বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে ৪০০ টাকা সিকিউরিটি জমা রেখে সেটটপ বক্স নিলে একজন গ্রাহককে প্রতিমাসে ৩৬ টাকা ৬৩ পয়সা এবং ৮০০ টাকা জমা রাখলে ৩১ টাকা ৬৩ পয়সা মাসিক ভাড়া দিতে হবে৷ তিনবছর বাদে কেবল অপারেটার গ্রাহককে সিকিউরিটি বাবদ জমা টাকা ফেরত দেবেন৷ এবং তখন থেকে ঐ সেটটপ বক্সের মালিক গ্রাহক হবেন৷ কিন্তু রাজ্যে এসমস্ত নিয়মের কোন কিছুই মানা হচ্ছে না৷ বরং উচচ মূল্যে গ্রাহকদের কাছে সেটটপ বক্স বিক্রি করা হচ্ছে৷ সেখানেও জালিয়াতি রয়েছে বলে অভিযোগ৷ জানা গেছে, সেটটপ বক্সের গায়ে বিক্রয়মূল্য লেখা নেই৷ এমনকি সেটটপ বক্স খারাপ হয়ে গেলে তার সারাই কে করবে সে বিষয়েও স্পষ্টভাবে গ্রাহকদের কিছু জানান না কেবল অপারেটাররা৷ এসমস্ত বিষয়েই উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷
2016-03-02