ভিলেজ ভোটে জয়োল্লাসে মত্ত সিপিএম কর্মীরা ভাঙচুর করল অম্পি বাজারে বিরোধী সমর্থকের দোকান

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হওয়ার পর সিপিআইএমের বিজয় মিছিল চলাকালীন অম্পি বাজারে একটি কম্পিউটারের দোকানে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, দোকানটি আইপিএফটি কর্মীর৷ মঙ্গলবার সন্ধ্যায় সিপিআইএমের কর্মী সমর্থকরা বিজয় মিছিল চলাকালীন ঐ কম্পিউটার দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ৷ পাল্টা হিসেবে ঐ দোকানের মালিক দলীয় কর্মীদের ডেকে আনলে সেখান থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা পালিয়ে যান৷ এই ঘটনায় অম্পি থানা ঘেরাও করেন আইপিএফটির কর্মী সমর্থকরা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা চত্বরে বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷
তবে, রাতে গোমতী জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অম্পি বাজারে একটি কম্পিউটারের দোকানে ভাঙচুরের মামলা গৃহীত হয়েছে৷ এই ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে৷ পাশাপাশি তিনি রাজনৈতিক সংঘর্ষের বিষয়টি খারিজ করে দিয়েছেন৷