নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারী৷৷ ফের পিছিয়ে গেল শিক্ষকদের চাকুরী মামলা৷ সোমবার মামলাটি শুনানীর দিন ছিল৷ আগামী ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিস্টার বেঞ্চে পুনরায় মামলাটি শুনানীর জন্য উঠবে৷ আইন দপ্তরের ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন, আবেদনকারী তিনজন এখনও সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দেননি৷ ফলে মামলাটির শুনানী পিছিয়ে গিয়েছে৷ তাতে ঝুলে রইল ১০৩২৩ জন সরকারী শিক্ষকের চাকুরী৷ সব ঠিকঠাক থাকলে আগামী ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিস্টার বেঞ্চ থেকে মামলাটি মূল বেঞ্চে শুনানীর জন্য যাবে৷ ফলে মূল বেঞ্চে পরবর্তী শুনানী কবে হবে তা হয়তো বা আগামী ২১ এপ্রিল চুড়ান্ত হবে৷
2016-03-01