নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে পথ দুর্ঘটনায় আরো তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আগরতলা শহর এলাকার চানমাড়ির রাবার বোর্ড সংলগ্ণ এলাকায় বিকেলে ভ্রমণ করতে গেলে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক৷ শিক্ষকের নাম রাখাল সরকার৷ তার বাড়ি নন্দননগরের এসডিও চৌমুহনী এলাকায়৷ জানা যায়, তিনি প্রতিদিনের মতই বিকেলে ঐ রাস্তা দিয়ে হাঁটতে গিয়েছিলেন৷ তখনই একটি দ্রুতগামী বাইক এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে জখম হন৷ বাইক চালকও বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষককে আইএলএসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ কিন্তু সে সময় মিলেনি৷ এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষক রাখাল সরকার৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করেছে৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার পি আরবাড়ি থানা এলাকায় সোমবার দুপুর একটা নাগাদ একটি দ্রুতগামী বলেরো গাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ছাত্রীর নাম ইশিতা বিশ্বাস (৮)৷ সে সুকল ছুটির পর বাড়িতে ফিরছিল৷ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী গাড়িটি এসে তাকে চাপা দেয়৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুরাতন রাজবাড়ি থানায় গাড়ি সহ আত্মসমর্পণ করেছে চালক কবীর মিয়া৷ গাড়িটির নম্বর টিআর০৩-ই-১৫১৩৷ এদিকে, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা এলাকায় পথ অবরোধ করেন৷ এর ফলে দীর্ঘক্ষণ রাজনগর বিলোনিয়া রাস্তায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও দুর্ঘটনাস্থলে ছুটে যান৷ খুনী গাড়ি ও চালকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তারা৷ তারপরই এলাকাবাসী পথ অবরোধমুক্ত করেন৷ এলাকাবাসীর অভিযোগ গাড়িটি গরু পাচারের জন্য যাচ্ছিল৷ প্রতিনিয়তই এই সড়ক পথ দিয়ে বাংলাদেশে গরু পাচার করা হয় বলে অভিযোগ৷ পুলিশ এসব দ্রুতগামী যানবাহনের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷
এদিকে, গতকাল রাতে ঋষ্যমুখ থানা এলাকায় একটি কাঠ বোঝাই অটো উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ মৃত শ্রমিকের নাম লালু মহাজন৷ জানা গেছে, কাঠ নিয়ে যাওয়ার সময় টিআর-০৩-৪০৯২ নম্বরের অটোটি উল্টে যায়৷ তাতে কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিকের৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ শ্রমিকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, অটোটিতে চোরাই কাঠ পাচার করা হচ্ছিল৷
অপর আরেকটি দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে, অম্পি ব্লকে সিপিএম জয়ী হওয়ায় বিজয় মিছিল থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন সিপিএম সমর্থক৷ তৈদুর তুইসিলং এলাকায় বাজিরাও পাড়াতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বলেরো পিকআপ ভ্যান৷ গাড়িটি ৮০ ফুট খাদে পড়ে যায়৷ তাতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে৷ এদের মধ্যে ১৫ জনকে তেলিয়ামুড়া হাসপাতালে এবং ৫ জনকে অম্পি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়৷ তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি ঈশানচন্দ্র রিয়াং, প্রমীলা রিয়াং, বিতুরুং রিয়াং, নবীন দেববর্মা, অবিরুং রিয়াং এবং বাসুদেব সহ ৭জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক পালিয়েছে৷
2016-03-01