BRAKING NEWS

জেএনইউ কাণ্ডে ধৃত খালিদ এবং অনির্বাণকে জেল হেফাজতে পাঠাল আদালত

court hammerনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : জেএনইউ কাণ্ডে ধৃত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠাল আদালত| মঙ্গলবার দুপক্ষের বক্তব্য শুনে উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত| অন্যদিকে, দেশ-বিরোধী শ্লোগান নিয়ে কানহাইয়া কুমারের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানাল দিল্লি পুলিশ|
আদালত সূত্রের খবর, একদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যকে এদিন আদালতে তোলা হয়| তারপর উমর ও অনির্বাণের সঙ্গে আরেক সঙ্গী আশুতোষ কুমার এবং দিল্লি পুলিশের বক্তব্যও শোনেন বিচারপতি| উভয় পক্ষের বক্তব্য শোনার পর উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক| কানহাইয়া কুমারের মত উমর এবং অনির্বাণকেও তিহার জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *