BRAKING NEWS

জাঠ আন্দোলনের উত্তাল পরিস্থিতি স্বাধীনতার পর দেশভাগের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

Manohar Lal Khattarনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : সংরক্ষণের দাবিতে জাঠ আন্দোলনের সময় প্রশাসনের নিয়ন্ত্রণ যেভাবে বাইরে চলে গিয়েছিল, সেই পরিস্থিতিকে ১৯৪৭ সালের পর দেশভাগের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর| তিনি বলেছেন, সে সময় পাঞ্জাবের মানুষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন জাঠ আন্দোলনে, হরিয়ানার মানুষও সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন| মঙ্গলবার দিল্লির হরিয়ানা নিবাসে বিজেপি বিধায়কদের বৈঠকে এর বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর| জাঠ আন্দোলনের জেরে হরিয়ানার একটা বড় অংশজুড়ে অবাধ লুঠতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণের ঘটনা সামনে এসেছে| পাঞ্জাবী সম্প্রদায়ের এই নেতা হরিয়ানার পরিস্থিতিকে ১৯৪৭ সালের পর দেশভাগের সঙ্গে তুলনা করেন| বৈঠকে কেঁদে ফেলেন রাজ্যের অর্থমন্ত্রী অভিমনু্য সিং সিন্ধুও| খট্টর মন্ত্রিসভার এই জাঠ মন্ত্রীর বিরুদ্ধে জাঠ আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে| এবিষয়ে প্রাক্তন সেনানী অভিমনু্য বলেন, তিনি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না| রোহতকে তাঁর বাড়িও জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা| বৈঠকে ৪৭ জন বিজেপি বিধায়ক এবং পাঁচজন নির্দল বিধায়ক খট্টর সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *