BRAKING NEWS

ইশরাত জাহানের হত্যা মামলায় মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন গুজরাত পুলিশের

Gujrat Policeনয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : ইশরাত জাহানের হত্যা নিয়ে গুজরাতের একাধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই| অভিযোগ, ২০০৪ সালে ভুয়ো এনকাউন্টারে ইশরাত জাহানকে হত্যা করে গুজরাত পুলিশ| মুম্বই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির বয়ানকে হাতিয়ার করে সেই মামলা থেকে মুক্তি চেয়ে এবার সুপ্রিমকোর্টে আবেদন করল গুজরাত পুলিশ| গুজরাত পুলিশের করা আবেদন গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত|
২৬-১১ হামলায় ষড়যন্ত্রকারী ডেভিড হেডলি এখন আমেরিকার শিকাগো শহরের জেলে বন্দি| সম্প্রতি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই আদালতে ২৬-১১ হামলার বিষয়ে সাক্ষী দিয়েছে হেডলি| হেডলির বয়ানের উপর ভিত্তি করে একটি বিবৃতি প্রকাশ করেছিল মুম্বই আদালত| সেই বিবৃতিতে বলা হয়েছে, ২৬-১১ মুম্বই হামলার মূলচক্রী ডেভিড হেডলি জানিয়েছে যে ২০০৪ সালের জুন মাসে ইশরাত জাহানসহ যে চারজনের মৃতু্য হয়েছিল তারা সকলেই সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তইবার সদস্য| পাকিস্তানের জঙ্গি সংগঠন গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য ওই চারজনকে নিয়োগ করা হয়েছিল| হেডলির বয়ানের ভিত্তিতে এখন সেই মামলা থেকে মুক্তি চাইছে গুজরাত পুলিশ| পুলিশের করা আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতে জরুরি শুনানির আবেদন করেছেন আইনজীবী এমএল শর্মা| সুপ্রিমকোর্টের মুখ্য বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *