নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় সমাজদ্রোহীদের তান্ডব ক্রমাগত বেড়ে চলেছে৷ তাতে শহর এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ প্যারাডাইস চৌমুহনী সংলগ্ণ সিটি সেন্টারের কাছে এক যুবক ছুরিকাহত হয়েছে৷ তার দ্বিপায়ন মজুমদার৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, অঙ্কুর দাস নামে এক যুবক তাকে ছুরিকাহত করেছে৷ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা সংগঠিত হয়েছে বলে আশঙ্কা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, আগরতলা শহর এলাকায় প্রায় প্রতিনিয়তই রক্তপাতের ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ তাতে সমাজদ্রোহীরা বুক উঁচিয়ে এধরনের ঘটনা সংগঠিত করতে আরো বেশি করে সাহস পাচ্ছে৷ শহর এলাকায় এ ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষও আতঙ্কগ্রস্ত৷ আগরতলা শহর এলাকার নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
2016-03-01