আঠারভোলায় বিজেপি কর্মীকে গুলি করে হত্যা রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজ্যপালের দ্বারস্থ দল

ওরা রাষ্ট্রপতি শাসন জারির অগণতান্ত্রিক অসাংবিধানিক দাবি তুলেছে ঃ সিপিআইএম

আঠারভোলায় নিহত দলীয় কর্মীর পরিবারের সাথে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দের৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ গোমতী জেলায় বিজেপি-র স্থানীয় এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে৷ এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ গতকাল রাত থেকে গোমতী জেলায় কিল্লা থানাধীন প্রত্যন্ত এলাকা আঠারোভোলার জনজাতি সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতা গৌরহরি মলসমের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না৷ আজ প্রত্যন্ত গ্রামের রাস্তায় ৪২ বছর বয়সি গৌরহরি মলসমের গুলিবিদ্ধ নিথর দেহ পাওয়া গেছে৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তাঁর মাথায় বন্ধুক ঠেকেয়ি গুলি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ঘটনাস্থলে যান৷ নিহতের পরিবারের লোকদের সাথে কথা বলেন৷ ইতিমধ্যে জেলা পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন৷ ফরেন্সিক টিমও ঘটনাস্থলে গিয়েছে৷ এই ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷
ত্রিপুরায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন দাবি করেছে বিজেপি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারী করার জন্য দাবী জানিয়েছেন৷ রাজভবন

রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের৷

থেকে ফিরে দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন আঠার ভোলায় দলীয় কর্মীকে খুন করেছে সিপিএমের গুন্ডারা৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ি করেছেন৷ তিনি রাষ্ট্রপতি শাসন জারি করা না হলে কোনভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না৷
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে শাসকদল যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে এখন এর আর কোন বিকল্প নেই৷ বিজেপি এর আগে কখনই এই দাবী করেনি৷ কিন্তু ক্ষমতাসীন সিপিআইএম সন্ত্রাস ক্রমেই বাড়িয়ে তুলছে ফলে বিজেপি এই দাবী তুলতে বাধ্য হচ্ছে৷ আর তারা সরাসরি রাষ্ট্রপতি শাসনের দাবী জানিয়ে রাজ্যপালের মারফত কেন্দ্রীয় সরকারের কাছে দাবী পেশ করেছেন৷ যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে রাজ্যের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে৷ বিপ্লব দেব উল্লেখ করেন, সমগ্র রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে সিপিআইএম৷ বিজেপি কর্মীদের এমন নির্মম হত্যা আর সহ্য করা যায় না৷ ফলে বাধ্য হয়েই বিজেপি রাষ্ট্রপতি শাসনের দাবী উত্থাপন করছে৷
এদিকে, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী বিজেপির তরফ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের যে দাবী তুলেছে তা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলেছে৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গোমতী জেলার উদয়পুর মহকুমার আঠারোভোলায় গতরাতে গৌরহরি মলসুম নামে এক ব্যক্তির খুন হওয়ার ঘটনায় সিপিআই(এম) কে দায়ী করে বিজেপি রাজ্য নেতৃত্ব যে অভিযোগ করেছে, সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী তার তীব্র প্রতিবাদ করছে৷ সিপিআই(এম) কোনও ভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত নয়৷ এ হত্যাকান্ডের যে বা যারা জড়িত অপরাধী চিহ্ণিত করে গ্রেপ্তার ও বিচারের জন্য সোপার্দ করতে সিপিআই(এম) পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে৷
আঠারোভোলায় এ হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিজেপি যে দাবি জানিয়েছে, তা এই দলটির রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের রায় কি হবে তা বিজেপি নেতৃত্ব আঁচ করতে পেরেছে৷ ওরা নির্বাচকমন্ডলীর সম্মুখীন হতে ভয় পাচ্ছে৷ তাই, ওরা রাষ্ট্রপতি শাসন জারির অগণতান্ত্রিক অসাংবিধানিক দাবি তুলেছে৷
রাজ্যের অগণতন্ত্রপ্রিয় জনগণ বিজেপি’র অগণতান্ত্রিক দাবি প্রত্যাখ্যান করবেন এবং বিধানসভা নির্বাচন যথোচিত জবাব দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *