কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীর বোন’ বলার অভিযোগে তোলপাড়, জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি আলকা লাম্বার 

আগরতলা, ১৯ মে : মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানালেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সভানেত্রী আলকা লাম্বা।জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকরকে পাঠানো এক লিখিত অভিযোগপত্রে আলকা লাম্বা বলেন, “কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীর বোন’ বলে উল্লেখ করে বিজয় শাহ কেবলমাত্র তাঁর ব্যক্তিগত মানহানি করেননি, বরং দেশের সমস্ত মহিলা ও প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত মহিলা অফিসারদের সম্মানে আঘাত করেছেন।”তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের মন্তব্য শুধুমাত্র নারীসমাজের মর্যাদার পরিপন্থী নয়, বরং ভারতীয় সেনার মতো গৌরবময় প্রতিষ্ঠানের সুনামকেও ক্ষুণ্ণ করে।অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনের প্রতি তিনটি দাবিও পেশ করা হয়েছে— বিজয় শাহের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ; তাঁকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে অপসারণের সুপারিশ; ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি যেন নারীদের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার না করেন, সে বিষয়ে কড়া নির্দেশিকা জারি।আলকা লাম্বা বলেন, “সংবিধানে নারীর সম্মান ও সমতার যে অধিকার সংরক্ষিত, তার প্রতি এই মন্তব্য এক গভীর অবমাননা। একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা আশঙ্কাজনক।”তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে অনুরোধ জানান, এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিয়ে দেশের নারীদের ও মহিলা সেনা অফিসারদের মর্যাদা রক্ষা করা হোক।