নরসিংহ জয়ন্তীতে আগরতলা ইসকন মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন

আগরতলা, ১১ মে: বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হলো নরসিংহ জয়ন্তী। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভগবান বিষ্ণু অর্ধ-মানব ও অর্ধ-সিংহ রূপে ‘নরসিংহ’ অবতারে আবির্ভূত হন, হিরণ্যকশিপুর দম্ভ ও অত্যাচারের অবসান ঘটিয়ে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন।

এই শুভ দিনে আগরতলার ইসকন মন্দিরে আয়োজিত হয় বিশেষ যজ্ঞ, পূজার্চনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠিত হয় সংকীর্তন, বিশেষ পূজার্চনা ও প্রসাদ বিতরণ।

ইসকন মন্দির কর্তৃপক্ষ জানান, নরসিংহ জয়ন্তী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ধর্ম ও ন্যায়ের বিজয়ের প্রতীক।

ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে ভগবান নরসিংহের আরাধনায় ভয় ও বিপদ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। এই পবিত্র অনুষ্ঠানে আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করে ধর্মীয় আবহ তৈরি করেন।