নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): আমাদের লোকসেবকরা দৃঢ় অঙ্গীকারের সাথে দায়িত্ব পালন করেছেন। সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “সিভিল সার্ভিসেস ডে-তে, আমাদের লোকসেবকদের শুভেচ্ছা জানাচ্ছি। পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন হোক বা সুশাসন প্রদান হোক, আমাদের লোকসেবকরা দৃঢ় অঙ্গীকারের সাথে দায়িত্ব পালন করেছেন। এই দিনটি জাতির সেবায় তাঁদের অঙ্গীকারকে আরও দৃঢ় করুক।”

