নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল:
সিমনা ব্রহ্মকুণ্ড মেলা শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল থেকে।মোহনপুর সাব ডিভিশনের অন্তর্গত সিমনা ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপিল। তিনদিন ব্যাপী চলবে এই মেলা।
৪ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা হাতে উদ্বোধন করবেন। এইদিন এই মেলাকে সামনে রেখে প্রস্তুতি মিটিং করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।
এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মোহনপুর এসডিএম, টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ সহ সমস্ত দপ্তরের আধিকারিকেরা।