নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): পাঁচ দিনের ভারত সফরে এসেছেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। এটি তাঁর প্রথম ভারত সফর। মঙ্গলবার সকালেই ৫ দিনের সফরে ভারতে পা রেখেছেন চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। বিমানবন্দরেই চিলির রাষ্ট্রপতিকে গার্ড ওফ অনার প্রদান করা হয়।
এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে চিলির রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতায় স্বাক্ষর করেন দুই রাষ্ট্রনেতা। প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন তাঁরা।
—————