বিশালগড়, ১ এপ্রিল : ঈদের দিন মেলাঘর থানার অন্তর্গত পাঁচ মূর্তি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপরতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঈদ উদযাপন শেষে কিছু মুসলিম মহিলা ও পুরুষ গাড়ি করে ঘুরতে বের হলে একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটক করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের চেষ্টা করে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের নিরলস প্রচেষ্টার ফলে সোমবার গভীর রাতে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ঘটনার সময় আরও কয়েকজন ছিনতাইকারী উপস্থিত ছিল। গ্রেপ্তারকৃতদের কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এই ঘটনায় মেলাঘর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটির গভীরে গিয়ে তদন্ত চালিয়ে যাবেন এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।