আগরতলা, ৩১ মার্চ: কিডনি প্রতিস্থাপন নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে ত্রিপুরা সরকার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, কিডনি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে রেখেছে। তাছাড়া, কিডনি প্রতিস্থাপনের আগে সুপার স্পেশালিটি ব্লকে পরিকাঠামো উন্নয়ন করা দরকার রয়েছে। সেদিকেও রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করছে। মূলত,কিডনি প্রতিস্থাপনের জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।