গণ্ডাছড়া, ৩১ মার্চ : বহুদিন চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পর অবশেষে বিরাট সাফল্য পেল গোমতি ওয়াইল্ড লাইফের গন্ডাছড়া মহকুমা বন দপ্তরের বন পেট্রল কর্মীরা। বন পেট্রল অফিসার নভেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে পেট্রোল বন কর্মীরা রবিবার রাতে গন্ডাছড়া মহকুমার মনোরঞ্জনদাস পাড়ায় হানা দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে মনোরঞ্জন দাস পাড়ার একটি স্কুল মাঠ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেআইনি কাঠ জব্দ করে বন অফিসে নিয়ে আসেন। গন্ডাছড়া মহকুমায় মাত্রাতিরিক্ত ভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে বন নিধন। কিন্তু গন্ডাছড়া বন অফিসে একাধিক যান সংকট এবং কর্মী স্বল্পতার ফলে অনেকটাই বেকায়দায় গন্ডাছড়া বন বিভাগ। অবিলম্বে গন্ডাছড়া বন অফিসে অতিরিক্ত দুইটি গাড়ি এবং বন পেট্রল রাইফেলধারী কর্মী সংখ্যা বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে।